মরিচা কি
সাধারণত আমরা মরিচা বলতে আয়রনকে বুঝিয়ে থাকি এটি মূলত লাল ও বাদামি বর্ণের হয়ে থাকে ।মরিচা সাধারণত আয়রন অক্সাইড ও জল ও বাতাসের উপস্থিতিতে অক্সিজেনের প্রক্রিয়া দ্বারা গঠিত হয ।মরিচা সাধারণত পরিশোধিত লোহার খয়ে যুক্ত থাকে ।মরিচা হলো আদ্র ফেরিক অক্সাইড ।
মরিচা কাকে বলে
সাধারণত লোহা দিয়ে তৈরি কিছু জিনিস বাহিরে ফেলে রাখলে তার উপর যে বাদামি বর্ণের আস্তরণের সৃষ্টি হয় তাকেই মরিচা বলে ।মরিচা মূলত লোহার সঙ্গে বাতাস অক্সিজেন ও পানির বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়ে ফিরেসোফেরিক অক্সাইড বা আদ্র ফেরইক অক্সাইড এর তৈরি হয়ে থাকে যাকে আমরা মরিচা নামে জানি ।
আরো পড়ুনঃ এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন
মরিচার সংকেত কি
আদ্র ফেরইক অক্সাইড Fe₂O₃. xH₂O
Fe₂O₃ হল লোহার উপর জলজীয় লৌহ অক্সাইড এটি মূলত লালচে ও বাদামি বর্ণের রং ধারণ করে থাকে যেটি কি আমরা মরিচা নামে চিনে থাকি ।
লোহায় মরিচা পড়ে কেন
লোহা কঠিন ধাতু অথচ এই কঠিনটা তো হওয়া সত্ত্বেও লোহাকে খুব সহজেই মরিচা ঘায়েল করতে পারে এবং এটিকে ধ্বংস করতে পারে লোহার উপর মরিচা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে যার ফলশ্রুতিতে লোহা কোন এক সময় নিঃশেষ হয়ে যায়। মরিচা হলো মূলত আয়রন অক্সাইড যেটি সাধারণত পানি জলীয় বাষ্প এর সংস্পর্শে এসে বিক্রি করে সৃষ্টি হয়ে থাকে। মরিচা মূলত খোলা স্থানে বেশি প্রভাব বিস্তার করে কারণ সেখানে খুব সহজেই আলো বাতাস এবং জলীয়বাষ্পের উপস্থিতি থাকে ফল আর এই জলীয়বাষ্প বিক্রিয়ার উপস্থিতিতে আয়রন অক্সাইড এর জন্ম নেয়। যেটিকে আমরা মরিচের রূপে দেখতে পারি। কোন একটি লোহার মরিচা যদি কোন এক স্থানে অল্প পরিমাণে সংস্পর্শে আসে সেটি অতি দ্রুত গোটা লোহায় বিস্তার লাভ করতে পারে এর আকর্ষণ ক্ষমতা অনেক বেশি।
আরো পড়ুনঃকি কি সমস্যা থাকলে সেনাবাহিনীতে চাকরি হয় না
মরিচার রাসায়নিক সংকেত কি
মরিচা মূলত ফেরিক অক্সাইডের একটি আয়রন এটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত Fe₂O₃ ।