আমরা আমাদের ব্যবহারিত ফোনটিকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কত কিছুই না করে থাকি,এর মধ্যে প্রথম এবং প্রধান যে কাজটি করে থাকি তা হচ্ছে ফোনে সুরক্ষার বিষয়টা আমাদের মাথায় সবসময় বেশি ঘোরাফেরা করে যার ফলশ্রুতিতে আমরা ফোনের পিছন দিক থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে ব্যাক কভার ব্যবহার করে থাকি ।আমরা যে ব্যাক কভার সমূহ ব্যবহার করে থাকি তা কিছুদিন ব্যবহার করে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বর্ণের হয়ে যায় যেমন আমরা যদি অনেকদিন ধরেই একটি সাদা ব্যাক কভারকে ব্যবহার করে থাকে তাহলে দেখা যাবে যে কিছুদিন পর সেই ব্যাক কভারিটি হলুদ বর্ণের ধারণ করে। আর উক্ত ব্যাক কভার গুলোকে পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে থাকি এবং খুঁজে থাকি। আজকে আমরা আমাদের ঘরোয়া উপায় খুব সহজে ব্যাক কভার কে পরিষ্কার করার নিয়ম জানবো ।
টুথপেস্ট ও ডিশ সোপ
আমরা আমাদের উক্ত মোবাইলের ব্যাক কভারটিকে যখন অতিরিক্ত হলুদ বর্ণ ধারণ করে সেই হলুদ বর্ণটিকে রিমুভ করে আবার আগের মত নতুন করতে বিভিন্ন ধরনের পদ অবলম্বন করে থাকি এর মাঝে আমরা খুব সহজেই ঘরোয়া উপায় কাভার টিকে আগের মত নতুন করতে পারি।আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করে থাকি এছাড়াও আমাদের থালা-বাসন সম্পর্কে পরিষ্কার করার জন্য ডিশ সোপ ব্যবহার করে থাকি ।আমরা চাইলেই টুথপেস্ট ব্যবহার করে আমাদের উক্ত হলুদ বর্ণের ব্যাক কভারটি কে নতুনের মত রূপ দিতে পারি এর জন্য প্রথম অবস্থায় আমাদেরকে একটি পাত্রে পানি নিতে হবে এরপর কিছু পরিমাণ নুন একত্রিত করতে হবে। এরপর উক্ত পানির মাঝে কিছু পরিমাণ ভিনেগার দিয়ে ভালোভাবে পানি সমূহকে মিশিয়ে নিতে হবে এরপর আমাদের হলুদ বর্ণের ব্যাক কভার এটিকে ১০ থেকে ১৫ মিনিট সেই পানির মাঝে চুবিয়ে রাখতে হবে এরপর উক্ত ব্যাক কভারটিকে ভালোভাবে ঘষা দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধরে নিতে হবে তাহলেই দেখতে পারবেন যে আপনার উক্ত ব্যাক কভারটি আগের মত নতুন হয়ে গেছে ।
গরম জল ও ডিশ সোপ
আমরা অনেকেই প্রতিনিয়ত গরম জল ব্যবহার করে থাকি এছাড়াও আমাদের থালা-বাসন সম্ভবত পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের তরল সাবান ব্যবহার করে থাকি আমরা চাইলেই গরম জল এবং তরল সাবান ব্যবহার করে আমাদের মোবাইলের হলুদ বর্ণের কভারটিকে নতুন বর্ণের রূপ দিতে পারি এর জন্য আমাদেরকে অবশ্যই একটি পাত্রে কিছু পরিমাণ গরম পানি এবং উক্ত গরম পানির মাঝে কিছু পরিমাণ তরল সাবান ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর পুত্র মিশ্রণে সেই কাবারটিকে কিছুক্ষণ চুগিয়ে রাখতে হবে এরপর তোকাবাঁটিকে তুলে একটু সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিলেই দেখা যাবে যে উদ্যোগ আবার এটি হলুদ বর্ণ থেকে নতুন ধবধবে সাদা বর্ণ নিয়েছে এভাবে আমাদের মোবাইলের খারাপ কভার গুলোকে নতুন রূপ দিতে পারি।
বেকিং সোডা
যেকোনো ধরনের দাগ তুলতে বেকিং সোডা একটি কার্যকারী ভূমিকা পালন করে আমরা অনেকে নিয়মিত বেকিং সোডা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের দাগ এবং বিভিন্ন আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। আমরা চাইলেই উক্ত বেকিং সোডা মাধ্যমে খুব সহজেই আমাদের মোবাইলে হলুদ ব্যাক কভারটিকে নতুনের রূপ দিতে পারি এর জন্য প্রথম অবস্থায় উক্ত ব্যাক কভার্টের উপরে একটু পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়ে বেকিং সোডায় কিছু পরিমাণ ছিটিয়ে দিয়ে টুথব্রাশ অথবা যেকোনো ধরনের ব্রাশ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঘষা দিলে দেখা যাবে যে খুব সহজেই আমাদের ব্যাক কভারে ময়লা সমূহ উঠে গিয়ে নতুন ধবধবে রুপ লাভ করেছে ।এরপর থেকে একেবারে টিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার নরম পাতলা কাপড় দিয়ে দিলে আমরা কাবারটিকে নতুন রূপে দেখতে পারবো।
রাবিং অ্যালকোহল
রেভিং অ্যালকোহল ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের মোবাইলের কাভার টিকে নতুনের রূপ দিতে পারে এর জন্য অবশ্যই কাবারটির উপরে কিছু পরিমাণ স্প্রে করে দিতে হবে এরপর ভালোভাবে ঘষা দিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর এরপর শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই আমরা দেখতে পারব যে অ্যালকোহল ব্যবহারের ফলশ্রুতিতে আমাদের মোবাইলের ব্যাক কভারটি নতুনের রুপ লাভ করেছে রেভিং অ্যালকোহল ব্যবহার পর অবশ্যই মোবাইলের ব্যাক কভারটিকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
আপনি অ্যালকোহল ব্যবহারের ফলশ্রুতিতে আমরা চাইলেই যে কোন ধরনের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জাতীয় ইনফেকশনকে খুব সহজেই দূর করতে পারি। তবে এটি বারবার ব্যবহারের ফলে অথবা মাত্র দ্রুত ব্যবহারে ফলশ্রুতিতে যেকোনো ধরনের রংকে ফ্যাকাসে রঙে নিয়ে আসতে পারে তাই অবশ্যই আমাদের উচিত সঠিকভাবে সঠিক ব্যবহার করা।