পুরনো নষ্ট বা ঝাপসা ছবি ক্লিয়ার করুন মাত্র এক মিনিটেই!
ব্লার বা ঝাপসা হওয়া ছবি ক্লিয়ার করুন এক ক্লিকে
ঝাপসা বা নষ্ট হয়ে যাওয়া ছবি পরিষ্কার করুন মাত্র ১ মিনিটেই ।মানুষ সামাজিক জীব জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, একজন মানুষ তার দিনগুলোকে স্মৃতি করে রাখার জন্য প্রতিনিয়ত অসংখ্য ছবি বা চিত্র তুলে ধরে রাখে।আর এই ছবিগুলো বহুদিন পরে থাকার ফলে কালের পরিক্রমায় অযত্নে অগোছালোভাবে রাখার জন্য ছবিগুলোর কালার নষ্ট হয়ে যায় আজ আমি আপনাদের মাঝে কিভাবে খুব সহজেই একটি নষ্ট ছবিকে বাস্তব ছবিতে অর্থাৎ ক্লিয়ারে রূপান্তর করব ।তো চলুন শুরু করা যাক কিভাবে ঝাপসা নষ্ট ছবিকে একদম ক্লিয়ার করে তুলবো.
মোবাইলের নষ্ট হওয়া বা ঝাপসা ছবি ক্লিয়ার করুন
আজকে আমি আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে খুব সহজে একটি নষ্ট ছবিকে খুব সহজে সুন্দর এবং পরিষ্কার করে তোলা যায়।
এটি করার জন্য আপনার কোন ধরনের কম্পিউটার বা ফটোশপ এর কোন অ্যাক্সেস দরকার নেই ।আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আরেকটি ছোট্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই খুব সহজে একটি নষ্ট ও ঝাপসা ছবিকে পরিষ্কার রূপ দিতে পারবেন মাত্র এক মিনিটে.
ঝাপসা বা নষ্ট ছবি ক্লিয়ার করার সফটওয়্যার
আমাদের নষ্ট হয়ে যাওয়া ঝাপসা ছবিগুলোকে পরিষ্কার এ রূপ দিতে আমাদের মাঝে অসংখ্য অ্যাপস ডেভেলপার এবং ওয়েব ডেভলপার তাদের নিজস্ব বুদ্ধিমত থাকে কাজে লাগিয়ে অনেক ধরনের অ্যাপস বা সফটওয়্যার আমাদের মাঝে তুলে ধরেছেন । তার মাঝে বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখে একটি ঝাপসা ছবি কে ক্লিয়ার করতে।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
আমাদের ঝাপসা বা নষ্ট ছবি গুলোকে ক্লিয়ার করার জন্য অনেক ধরনের সফটওয়্যার অ্যাপ স্টোর ও প্লে স্টোর রয়েছে তার মাঝে একটি হল Enhance it ।Enhance it এটি এমন একটি সফটওয়্যার যেটিতে আপনি প্রথম অবস্থায় আপনি আপনার যে কোন ঝাপসা ছবি কে এই অ্যাপসের মাধ্যমে ইমপোর্ট করে খুব সহজে তাদের দেয়া নির্দেশিত ডিরেকশন অনুযায়ী কাজ করে খুব সুন্দরভাবে যেকোন ঝাপসা ছবি কে আপনার মন মত পরিষ্কার করে একটি নতুন ছবিতে রূপান্তর করতে পারবেন।
Enhance it - AI Photo Editor
Enhance it কি?
Enhance it হল এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার এর সাহায্য নিয়ে আপনি আপনি আপনার নষ্ট হয়ে যাওয়া ঝাপসা ছবিগুলোকে ক্লিয়ার ছবিতে রূপান্তর করতে পারেন।
Enhance it এই সফটওয়্যারটি আপনি যেকোনো ধরনের অ্যাপস স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ।আপনি যদি এন্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে এই সফটওয়্যার এটি ডাউনলোড করে খুব সহজেই আপনার ফোন দিয়ে আপনার যে কোন ঝাপসা ছবিকে ক্লিয়ার ছবি দিতে পারবেন।এই সফটওয়্যারটি প্লে স্টোরের মাঝে এ পর্যন্ত ১০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে এছাড়া বিশ হাজার টি ৪.৫ রেটিং নিয়ে প্লে স্টোরের মাঝে অবস্থান করতেছে ।
মোবাইলে ঝাপসা বা নষ্ট ছবিকে ক্লিয়ার ছবিতে রূপান্তর করার জন্য সবচেয়ে কার্যকরী সফটওয়্যার
আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ঃ
ঝাপসা বা নষ্ট ছবিকে ক্লিয়ার করার সফটওয়্যার,এছাড়াও সবসময় নষ্ট ছবি কে ক্লিয়ার করার সবচেয়ে সহজ উপায, কোন ধরনের কম্পিউটার এর ব্যবহার ছাড়াই একটি নষ্ট ছবিকে ক্লিয়ার করার সহজ উপায, কোন ধরনের ফটোশপ ছাড়াই একটি নষ্ট ছবিকে পরিষ্কার করার সহজ উপায়।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ঝাপসা বা নষ্ট ছবি ক্লিয়ার করার সফটওয়্যারঃ
আমি আপনাদের মাঝে যে অ্যাপসটির/সফটওয়্যারটির কথা শেয়ার করতে চাচ্ছি তার নাম হচ্ছে রিমিনি।
Best photo clear apps Name: REMINI
আপনাদের বোঝার সুবিধার্থে নিচে অ্যাপসটির স্ক্রিনশট দেয়া হলো:
আমি আমার একটি ঝাপসা ছবিকে ক্লিয়ার করার জন্য অনেকগুলো অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করেছি তার মাঝে আমার কাছে এই সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বলে মনে হয়েছে যার ফলশ্রুতিতে আমি আপনাদের মাঝে REMINI সফটওয়্যারটি তুলে ধরল । আশা করি আপনারা এই সফটওয়্যার টি ব্যবহার করে আমার মত একটি ভালো ও কাঙ্খিত ফলাফল পাবেন তো চলুন REMINI সফটওয়্যারটির সঠিক ব্যবহার সম্পর্কে জানা যাক।
REMINI সফটওয়্যারটির মাঝে যা যা সুবিধা আছে
এই সফটওয়্যারটি যে শুধুমাত্র একটি নষ্ট ছবিকেই বা একটি ঝাপসা ছবি কেই পরিষ্কার ছবিতে রূপান্তর করবে তা না এর মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেগুলো নিচে তুলে ধরা হলো:
খুব সহজেই একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারে
ছবিকে থ্রিডি প্রিন্ট এর রূপান্তর করতে পারে
ছবিতে যেকোনো ধরনের দাগ থাকলে সেগুলোকে রিমুভ করে দিতে পারে
একটি ঝাপসা ভিডিও কে ক্লিয়ার ভিডিওতে রূপান্তর করতে পারে
পুরনো সাদা কালো যে কোনো ছবিকে রঙ্গিন ছবিতে রূপান্তর করতে পারে
এছাড়াও একটি যেকোনো ধরনের ছবিকে থ্রিডি এনিমেশনে রূপান্তর করে সেটি দিয়ে তাৎক্ষণিক ভিডিও মে করে দিতে পারে
এসব এই সফটওয়্যারটির বিশেষ দূত হলো যেকোনো ধরনের এস কে আসবে ঝাপসা ছবি কে খুব সহজে সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে পারে.
REMINI সফটওয়্যারটি ব্যবহারের বিধি নিষেধ বা লিমিটেশন
REMINI, সফটওয়্যার ডেভলপাররা তাদের সফটওয়্যার টি ব্যবহারের উপর লিমিটেশন বা বিধিনিষেধ দিয়েছেন ।আপনি যদি তাদের REMINI সফটওয়্যার টি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনে চলতে হবে যেমন আপনি যদি তাদের REMINI সফটওয়্যার টি ফ্রি ভার্সন ইউজার হয়ে থাকেন।
তাহলে আপনি REMINI সফটওয়্যারটি দৈনিক যেকোনো পাঁচ বারি ব্যবহার করতে পারবেন।
পাঁচবারের উপর একজন ফ্রি ইউজার এই সফটওয়্যারটি কোনভাবেই ব্যবহার করতে পারবে না। এর জন্য আপনি যদি REMINI সফটওয়্যারটিকে নিয়মিত ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের প্যাকেজ ক্রয় করতে হবে।
REMINI সফটওয়্যারটি তাদের প্যাকেজগুলো মাসিক ভিত্তিতে দিয়ে থাকে।আপনি যদি REMINI সফটওয়্যারটির একটি প্যাকেজ ক্রয় করেন তাহলে কোন প্রকার বিধি নিষেধ ছাড়াই আপনি যতবার খুশি ততবারই তাদের সফটওয়্যার এ্যাকসেস করতে পারবেন এবং যেকোনো ধরনের ভিডিও এবং ছবিকে আপনার মনের মত করে এডিট করে কাজ করতে পারবেন।
REMINI সফটওয়্যারটির প্যাকেজ ক্রয়
যেভাবে ঝাপসা বা নষ্ট ছবিকে ক্লিয়ার করবেনঃ
এই কাজটি সম্পন্ন করার জন্য আপনাকে আপনার ফোনে ইন্টারনেট ব্রাউজ করার জন্য নির্দিষ্ট পরিমাণে ইন্টারনেট বা মেগাবাইট থাকতে হবে তাহলেই আপনি আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন। একটি ঝাপসা বা নষ্ট ছবি কে ক্লিয়ার করার সহজ উপায় গুলো নিচে বর্ণনা করা হলো।
প্রথম অবস্থায় আপনি যদি অ্যান্ড্রয়েড অথবা আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার ফোনের অ্যাপস স্টোর বা প্লে স্টোরে থেকে নির্ধারিত REMINI সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে ।এরপর অ্যাপসটিতে যে যে পারমিশন গুলো চায় সেই সবগুলো পারমিশনকে এলাও করে দিতে হবে এরপর অ্যাপসটিতে প্রথম অবস্থায় একটি নিজস্ব নাম এবং ইউজার দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে ।আর আপনার যদি আগে থেকেই কোন REMINI সফটওয়্যারটিতে একাউন্ট থেকে থাকে তাহলে সেই একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একসেপ্ট করতে পারবেন। লগইন করলেই আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনি বেশ কিছু ফিচার দেখতে পাবেন প্রতিটি ফিচারই আপনি ভিন্ন ভিন্ন কাজ করতে পারবেন আপনি যদি একটি নষ্ট বা ঝাপসা ছবি কে পরিষ্কার করতে চান ,তাহলে সেই ইন্টারফেজের Enhance এই ক্লিক করে আপনি আপনার নির্ধারিত নষ্ট ছবিটি কে ইমপোর্ট করে দিবেন ।ছবিটি ইমপোর্ট হলেই আপনার প্রথম ধাপেরকাজটি সম্পন্ন হবে।
REMINI সফটওয়্যারটিতে দ্বিতীয় ধাপের কাজটি করতে এলে এর আগে একটি গুগল থেকে অ্যাড আসবে সেই এডটি স্কিপ করে আপনার অস্পষ্ট ছবিটি বা ঝাপসা ছবিটি দেখতে পারবেন তারপর ডান দিকের উপরের কর্নারে ডাউনলোডিং এ ক্লিক করলেই আপনি আপনার ছবিটি নতুন ছবিতে দেখতে পারবেন এতে আপনার কোন ধরনের ইডিট বা কোন ফটোশপের কাজ করতে হবে না।
ব্লার বা ঝাপসা ছবি কে ক্লিয়ার করার সহজ উপায়
আমরা অনেক সময় কোন পর্যটন এলাকায় বা নতুন কোন স্থানে ঘুরতে গেলে অথবা আমাদের নিজের ডিএসএলআর ক্যামেরা থাকলে সেটি দিয়ে আমরা আমাদের নিজের অথবা অন্য কারো ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় যে সেই ছবিগুলোর কোন না কোন অংশ যে জায়গাটি পরিষ্কার থাকার কথা সেই জায়গাটি ব্লার বা ঝাপসা হয়ে আছে। তখন ছবিটি দেখতে অনেক খারাপ দেখা যায় আর এই ছবিগুলো কে পরিষ্কার করার জন্য আমাদের অনেক ঝামেলা করতে হয় যার ফলশ্রুতিতে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তো চলুন জেনে নেয়া যাক কিভাবে ব্লার বা ঝাপসা ছবি কে ক্লিয়ার করবেন।
ব্লার বা ঝাপসা ছবি কে ঝাপসা ছবিটি ক্লিয়ার করার জন্য অনেক ধরনের অ্যাপস প্লে স্টোরে রয়েছে একটি সফটওয়্যার হলো Photo Tune . Photo Tune সফটওয়্যার ইন্সটল করতে গেলে আপনি আপনার স্কিনে চারটি অপশন দেখতে পারবেন সেখান থেকে আপনাকে আপনার ব্লার ছবিটি কে ক্লিয়ার এ রূপান্তর করার জন্য বিউটিফাই অপশনটি সিলেক্ট করে নিতে হবে।এরপর সেখান থেকে আপনি আপনার ব্লার বা ঝাপসা ছবিটি কে সিলেক্ট করে নিবেন।আপনি যদি আপনার ঝাপসা ছবিটিকে ক্লিয়ার করে নিতে চান তাহলে বাম পাশে টেনে দিবেন তাহলে আপনি আপনার ছবিটি স্পষ্ট হয়েছে কিনা দেখতে পারবেন।
নরমাল ছবিকে HD করার উপায়
REMINI সফটওয়্যারটি ব্যবহার করে আপনি সেই সফটওয়্যার এর Enhance নামক অপশন থেকে আপনার যেকোন রেজুলেশনের নরমাল ছবিকে এক ক্লিকের মাধ্যমে এইচডি ছবিতে রূপান্তর করতে পারেন এই REMINI অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন যেকোনো সাদাকালো অথবা ছবির মাধ্যমে যে কোন ভিডিও তৈরি করতে পারবেন
সফটওয়্যার রিভিউঃ
সফটওয়্যার নামঃREMINI
সফটওয়্যার পাবলিশার নামঃ Banding spoons
সফটওয়্যার সাইজঃ১১৪ মেগাবাইট
টপ রেটেডঃ৪.৪*
রেটিং এন্ড রিভিউঃ২,৫৮৭,০৪৯ জন
ডাউনলোডঃ১০০ মিলিয়ন+
বিশেষ মন্তব্য:-
উপরের উল্লেখিত সফটওয়্যার গুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার যেকোনো ধরনের সাদাকালো ভিডিও অথবা ব্লাড ছবি কি এইচডি, ঝাপসা ছবিকে ক্লিয়ার ,এবং নষ্ট ছবি কে ক্লিয়ার করতে পারেন,আশা করি এই আর্টিকেলটি আপনাদের বিন্দুমাত্র হলেও কাজে আসবে, আর যদি এই আর্টিকেলটি থেকে আপনার উপকার হয়েই থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
পোস্ট ট্যাগ:
ছবি সুন্দর করার apps,
আরো তথ্য ঃ-
উপরে উল্লেখিত সফটওয়্যার গুলো আপনি ইন্টারনেট সেবার মাধ্যমে ডাউনলোড করে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারব করতে পারেন। তাদের নির্ধারিত কন্ডিশন অনুযায়ী।আশা করি এর সঠিক ব্যবহার করবেন ।
ব্লার বা ঝাপসা হওয়া ছবি ক্লিয়ার করুন এক ক্লিকে
প্রশ্ন উত্তরঃ
১.একটি নরমাল ছবি কি এইচডি ছবিতে রূপান্তর করা যায়?।
২.সাদা কালো ছবিকে কি এইচডি ছবিতে রূপান্তর করা যায়